সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
গতকাল (রোববার)দুপুরেই বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে চেন্নাই পৌঁছে গেছেন নাজমুল হোসেন শান্তরা। ভারত সফরের লক্ষ্য রোহিত শর্মার দলের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে সেই সিরিজ দেখার অপেক্ষায়। কিন্তু এর মধ্যেও একটি ভিন্ন বিষয় নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তাদের সবার একটাই কৌতূহলি প্রশ্ন, ‘তামিম ইকবালের খবর কি? দেশসেরা ও সফলতম ওপেনার কি আবার জাতীয় দলে ফিরবেন? যদি ফেরেন, তাহলে কোন ফরম্যাটে? টেস্ট-ওয়ানডে দুটি ফরম্যাটেই কি আবার মাঠে ফিরবেন এ বাঁ-হাতি ওপেনার? নাকি এক ফরম্যাটে আবার জাতীয় দলের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে চট্টগ্রামের খান পরিবারের এ কনিষ্ঠ সদস্যকে? এটাই শেষ নয়। এদিকে বিসিবি পরিচালক পদ ছাড়া তামিম ইকবালকে আরও একটি পদে দেখা যেতে পারে। ক্রিকেট পাড়ায় মৃদু গুঞ্জনও শোনা যাচ্ছে, তামিম ইকবালকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপদেষ্টা হিসেবেও বোর্ডে দেখা যেতে পারে। খবর জাগোনিউজ’র