বিশ্ব মন্দা ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বাড়ানোর তাগিদ

ঘাসফুলের ৪১তম বার্ষিক সাধারণ সভা

নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা ঘাসফুলের ৪১তম বার্ষিক সাধারণ সভা গতকাল সম্পন্ন হয়। ঘাসফুল নির্বাহী পরিষদের সভাপতি, চবি সিনেট সদস্য ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ পরিষদের সদস্যগণ, জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও প্রধান এবং ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম ও কর্মকর্তা সাব্বির হোসেন। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাসফুলের উপদেষ্টা সুরাইয়া জান্নাত এফসিএ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন, শিপা হাফিজা, আদিবাসী সংগঠক সারাহ মারান্ডি, চিত্রশিল্পী সামিনা নাফিজ, লেখক ও সঙ্গীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী।

শুরুতে ঘাসফুল থিম সং ‘এক পরাণে লাখো জীবন’ পরিবেশন করা হয় এবং ঘাসফুল প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল রহমানসহ সংস্থার দীর্ঘযাত্রায় ঘাসফুল-সহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ঘাসফুলের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সমিহা সলিম চলতি অর্থ বছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন।

সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদকের উপস্থাপিত বিবরণীর উপর দীর্ঘ আলোচনা করেন এবং চলতি বছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।

সভায় সংস্থার ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন বিষয়ে অনুমোদন দেয়া হয়। সভায় বক্তারা আগামীদিনের চ্যালেঞ্জ, বিশ^ মন্দা ও দুর্যোগ মোকাবেলায় সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর তাগিদ দেন।

আলোচনা পর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ঘাসফুল নির্বাহী পরিষদের সহ-সভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ পরিষদ সদস্য প্রফেসর ইমিরেটস ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. এ. সাত্তার মন্ডল, পারভীন মাহমুদ এফসিএ, শিক্ষাবিদ প্রফেসর ড. জয়নাব বেগম, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, সাবেক মুখ্যসচিব ড. মোহাম্মদ আবদুল করিম, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার কে. এ. এম. মাজেদুর রহমান, জেরিন মাহমুদ হোসেন সিপিএ, এফসিএ, ঝুমা রহমান, ওহিদুজ্জামান।

উপস্থিত ছিলেন সাধারণ পরিষদ সদস্য যুগ্ম- সাধারণ সম্পাদক কবিতা বড়–য়া, ডা. সেলিমা হক, মাফরূহা সুলতানা, জাহিদা ইস্পাহানি, জাহানারা বেগম, ইয়াসমিন আহমেদ, শাহানা মুহিত ও সাবেক সাধারণ পরিষদ সদস্য মোহাম্মদ শহীদউলাহ, নাজনীন রহমান।

আরো উপস্থিত ছিলেন অডিটর সানজিদা আক্তার এফসিএ, ডা. সাকিব রহমান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী জুলাই’ ২০২৩ – জুন’ ২৬ইং পর্যন্ত তিন বছর মেয়াদের জন্য সাত সদস্য বিশিষ্ট সংস্থার নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়, যা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে।

নতুন নির্বাহী পরিষদের: সভাপতি ড.মনজুর-উল-আমিন চৌধুরী, সহ-সভাপতি-এস এন কৈরী, সাধারণ সম্পাদক-মাফরূহা সুলতানা (অব. সচিব), যুগ্ম-সাধারণ সম্পাদক-শাহানা মুহিত, কোষাধ্যক্ষ- কে. এ. এম. মাজেদুর রহমান, নির্বাহী সদস্য- প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ। বিজ্ঞপ্তি