সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সবার দৃষ্টি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ট হলোওয়ের দিকে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটকে শেষ দিকে এক ঝটকায় পেছনে ফেলে পুরুষ ১১০ মিটার হার্ডলসে বাজিমাত করলেন জ্যামাইকার হান্সলে পার্চমেন্ট।
টোকিও অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরুতে এগিয়ে ছিলেন হলোওয়ে। পরে গতি বাড়িয়ে মৌসুম সেরা টাইমিং করে (১৩ দশমিক ০৪ সেকেন্ড) সোনা জিতেন পার্চমেন্ট।
গত অগাস্টের পর থেকে হার্ডলসে না হারা হলোওয়ে ১৩ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। ১৩ দশমিক ১০ সেকেন্ডে ব্রোঞ্জ পেয়েছেন জ্যামাইকার রোনাল্ড লেভি।
পার্চমেন্ট এই প্রথম অলিম্পিকসে সোনার পদকের স্বাদ পেলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন ৩১ বছর বয়সী এই অ্যাথলেট।