বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে আহ্বান

সুপ্রভাত ডেস্ক »

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগকারীদেরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আজ (রোববার, ১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘দেশে নারী উদ্যোক্তাদের নানা সুযোগ দেয়া হয়েছে, আরও নারী উদ্যোক্তা দরকার আমাদের দেশে। উদ্যোক্তা বাড়লে অর্থনীতি আরও গতিশীল হবে। সরকার আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে চায়।’

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এসএমই খাতের উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগ চাই।’

দেশের যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশেই নতুন বাজার তৈরি হচ্ছে। সেদিকে নজর রেখে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’

বৈশ্বিক পরিস্থিতিতে মাথাপিছু আয়ের ওপর প্রভাব পড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথাপিছু আয় আরও বাড়নো যেতো। বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশ পড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার।’

এ সময় তিনি পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার বিষয়েও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কলকারখানাগুলোয় শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় রাখতে হবে। পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিল্পখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।’

চতুর্থ শিল্প বিপ্লবের এ সময় শ্রমঘন শিল্প গড়ে তুলতে সবাইকে মনোযোগী হতে হবে বলেও জানান সরকারপ্রধান।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলায় তিন শতাধিক উদ্যোক্তা অংশ নেন। মেলায় প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই-এর সভাপতি মাহবুবুল আলম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।