প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ইএসডিপি চট্টগ্রাম বিভাগের নতুন উদ্যোক্তাদের নিয়ে গঠিত বিডা এন্ট্রিপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের এক জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ নজরুল ইসলাম মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মামুন আকবর চৌধুরী, জান্নাতুল ফেরদাউস, মোহাম্মদ আলমগীর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, আরফাতাতুর রহমান ইমন, জয় প্রকাশ পাল, টিনা বড়–য়া, মো. মুসলিম আলী জনি, জিন্নাত রেহেনা খানম হেলেনা, কায়সার হামিদ, কাজী খলিলুর রহমান, সৈয়দা জান্নাতুল ফেরদাউস তামান্না, জি এম দস্তগীর, বাবলা চৌধুরী, সুচিত্রা দেবনাথ, মো. শফিকুল ইসলাম, কায়সার হামিদ, এসকেএম খোরশেদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প হতে প্রশিক্ষণ নিলেও ব্যাংক থেকে কোনো লোন পাচ্ছি না। আমরা চাই ব্যাংকগুলো ২% সুদে পৃথিবীর উন্নত দেশের মত লোন দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করুক। আমরা ইএসডিপি থেকে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের নতুন নতুন আইডিয়া আছে। সরকার আমাদের আর্থিক সুবিধা দিলে আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আর্থিক সহায়তা পেলে উদ্যোক্তারা সফলভাবে তাদের প্রশিক্ষণ কাজে লাগাতে পারবে। বক্তারা সরাসরি বিডা ও ইএসডিপির মাধ্যমে ২% হারে লোন দেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি
মহানগর