বিটিসিএলকে যুগোপযোগী করা প্রয়োজন

বিটিসিএল সিবিএ’র মাহফিলে বক্তারা

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের ইফতার মাহফিলে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল যুগে বিটিসিএল সেবার অগ্রণী ভূমিকা রয়েছে। তবে দুঃখের বিষয় এই বিষয়টি বিটিসিএল কর্তৃপক্ষ যথাযথভাবে উপলব্ধি করেন না বিধায় বিটিসিএল সেবা কার্যক্রম যুগোপযোগী হচ্ছে না। এও লক্ষ্য করা যাচ্ছে যে, যুগের দাবী অনুযায়ী বিটিসিএলের জনবল বাড়ানোর অতিব প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে লক্ষণীয় যে বিটিসিএলে লোকবলতো বাড়েই নি বরংঞ্চ কমে যাচ্ছে।

বক্তাগণ আরো বলেন, পবিত্র রজমান মাসে সংযম ও সিয়াম সাধনার মাধ্যমে যে ধর্মীয় ও মানবিক চেতনাবোধ আমাদের মধ্যে জাগ্রত হয়েছে তার একটাই কথা হলো মানবসেবা এবং শ্রমজীবী জনতার অগ্রগতি ও তাদের জীবনমান উন্নয়ন করা। বিটিসিএল কর্তৃপক্ষ অবশ্যই আশা প্রকাশ করেন যে, এই সরকারি সংস্থার সেবা কার্যক্রম সম্প্রসারণে আন্তরিক এবং এখানকার নিয়োজিত কর্মজীবীদের চাহিদা অনুযায়ী অবশ্যই বিটিসিএল সেবা কার্যক্রমকে যুগোপযোগী করে তোলা হবে।

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ চট্টগ্রাম আঞ্চলিক উপ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৫ এপ্রিল আগ্রাবাদস্থ টেলিফোন ভবনে সিবিএ সভাপতি সাবের আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, টেলিটক চট্টগ্রাম অঞ্চলের জিএম প্রকৌশলী নুরুল হুদা, রাজস্ব সিটিআর অঞ্চলের ডিজিএম প্রকৌশলী বদিউজ্জামান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন রায়হান উদ্দীন, মো. দবির উদ্দীন, এম. আব্দুল বাতেন বিপ্লব, মুকবুল আহমদ, এমএ কে জাহাঙ্গীর, আবুল কালাম, টিপু সুলতান, আবুল বশর, শাহাজাহান ভূইয়া, বাবু ত্রিদিপ, জানে আলম, আবু আহমদ, মো. আনিছ, নাজমুল প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল মালেক, আব্দুল লতিফ, ফখরুল বাহার, মোঃ মহসিন, আইয়ুব চৌধুরী, মুজিবুর রহমান ভূইয়া, মঞ্জুরুল আলম, জিসি দত্ত, কৃষ্ণা রানী। ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী। বিজ্ঞপ্তি