দেশমার্তৃকার বিজয়গাঁথার কবিতা আবৃত্তি, মুক্তিযোদ্ধার চিঠি ও গান পরিবেশনা নিয়ে বিজয় দিবস উদযাপন করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই স্কুলের মহড়া কক্ষে ‘রক্তাক্ত জাতির পতাকা’ শিরোনামে বিজয়ের আবৃত্তি অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় গৌরবের এই দিনটির প্রতি শ্রদ্ধা জানায় ক্বণন’র একঝাঁক আবৃত্তি শিল্পী। ক্বণন সদস্য সাইমুম মুরতজার সঞ্চালনায় ক্বণন সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী। এরপর একে একে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার শরীফ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম, আবছার তানিম, রুহুল্লাহ আকমল, তমা দাশ, সূচনা দাশ, হৈমন্তী ধর, শুভ্রা চক্রবর্তী, শারমিন আকতার, সৌভিক চৌধুরী ও সাইমুম মুরতজা। অনুষ্ঠানে জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, রবিউল হুসাইন, সিকদার আমিনুল হক, কামাল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর