বিজ্ঞান জাদুঘরে চন্দ্র বিজয় বার্ষিকী উদযাপন

 

চাঁদে মানুষের পদার্পণের ৫১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মহাকাশ বিজ্ঞান বিষয়ে এক অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা গতকাল ২০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়।

এতে সারাদেশের শিক্ষার্থীদের জন্য দুটি গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করা হয়। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মো. যুবায়ের রহমান, (রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ) এবং সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মুসা আহমেদ, (ঢাকা সিটি কলেজ)।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ঘরে বসে অলস সময় না কাটিয়ে জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে। ¯্রষ্টার সৃষ্ট এ বিশাল নভোম-ল বৈজ্ঞানিক গবেষণার অন্তহীন উৎস। ¯্রষ্টার দেয়া ক্ষমতা ও জ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগাতে হবে।’ বিজ্ঞপ্তি