বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সফ্টওয়ার তৈরীকারী প্রতিষ্ঠান এনএক্সজিআইটি সপ্ট লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য এবং এনএক্সজিআইটি সপ্ট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠাতা ও সিইও রোখসানা আকতার চৌধুরী কাজল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবরিনা জাহান মাঈশার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রানা করন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল আবছার, সহকারী অধ্যাপক মঞ্জুর আলম, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সেই নিরিখে ছাত্র-ছাত্রীরা যাতে কর্ম জীবন শুরুর পূর্বে নিজেদের তৈরী করতে পারে সেই লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সম্পাদন করছে। আশা করছি আজকের এনএক্সজিআইটি লিমিটেডের সাথে সম্পাদিত সমঝোতা স্মারক এর মাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এনএক্সজিআইটি সফ্ট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ, সেমিনার, ট্রেনিং এর আয়োজনসহ কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে। বিজ্ঞপ্তি



















































