সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ম্যাচের শেষ দিকে অ্যারোন রামসের সঙ্গে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। দুজনের নৈপুণ্যে দশজনের সাসুলোকে ৩-১ গোলে ধরাশায়ী করে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে রইল জুভেন্টাস।
এ ম্যাচেই দারুণ এক কৃতিত্ব গড়লেন পর্তুগিজ মহাতারকা। ছুঁয়ে ফেললেন ফুটবল ইতিহাসের দেশ ও ক্লাবের হয়ে জোসেফ বিকানের সর্বোচ্চ ৭৫৯ গোলের রেকর্ডটি। অস্ট্রিয়ান-চেক স্ট্রাইকার বিকান রেকর্ডটি গড়েন ১৯৩১ থেকে ১৯৫৫ সালে।
ইতালিয়ান সেরি এ’তে রামসে ও রোনালদোর আগে স্বাগতিক জুভদের হয়ে গোল করেন ডানিলো।
ফেডেরিকো চিয়েসাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন পেদ্রো ওবিয়াং। দশ জনের দল নিয়ে শেষটায় রক্ষণটা অটুট রাখতে পারেনি অতিথিরা।
এ জয়ের সুবাদে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে কোচ আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাস। খবর : বার্তা২৪’র।
খেলা