বিএনপি জনকল্যাণের রাজনীতি বিশ্বাস করে

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সদ্য কারামুক্তি নগর বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধিত অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি সবসময় উন্নয়ন উৎপাদনে জনকল্যাণের রাজনীতি বিশ্বাস করে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করে শ্রমিকদের অধিকার আদায়ে সুপ্রতিষ্ঠান হিসেবে শ্রমিক দলকে প্রতিষ্ঠা করেছেন। তাই এ মে মাস প্রথমে শ্রমিকদের অধিকার দিবস হিসেবে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতা শ্রমিকদের অধিকারের কথা যিনি চিন্তা করেছিলেন সে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ৩০ মে যথাযথ মর্যাদার সহিত পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে শ্রমিক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ ম জামাল উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা চট্টগ্রামে বিভাগের সহ-সভাপতি শামসুল আলম, মোহাম্মদ ইদ্রিচ, রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা কামাল পাশা, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন তরু, নগর মহিলা দলের সভানেত্রী শাহ নেওয়াজ চৌধুরী, পতেঙ্গা শিল্পাঞ্চলের সভাপতি আবু জাফর, নাসিরাবাদ শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পাহাড়তলী শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক, পতেঙ্গা শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাধারণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক দলের সাবেক সভাপতি আবু তৈয়্যব, ব্যাংক ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ শ্রমিক দল মহানগরের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বিজ্ঞপ্তি