সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বিএনপি-সমর্থিত ওলামা দলের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।
প্রথমে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম শহর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, চট্টগ্রাম সবসময়ই বিএনপির শক্ত ঘাঁটি।
পরে চট্টগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে চট্টগ্রামে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করেছে।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু কেউই রাস্তা ছেড়ে যাননি। ধানের শীষের বিজয় বাংলাদেশকে আবারও বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
চট্টগ্রাম শহর স্বেচ্ছাসেবক দলের বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্মৃতি বহন করে।
পলোগ্রাউন্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত রয়েছেন। এতে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম শহর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।


















































