নিজস্ব প্রতিবেদক :
নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার ডেবারপাড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় খালার বাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে তারা ধর্ষণ করে। গ্রেফতার দুজন হল-আনোয়ার হোসেন ও তার সহযোগী মো. হেলাল। আনোয়ার হোসেন একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, ধর্ষণের শিকার কিশোরী এবং গ্রেফতার হওয়া দুজন একই এলাকার বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় খালার বাসায় যাওয়ার পথে কিশোরীকে অনুসরণ করে তারা। একপর্যায়ে জোরপূর্বক তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে তারা।
ঘটনার পরপর কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আনোয়ার ও তার সহযোগী হেলালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠানো হয়েছে।
এ মুহূর্তের সংবাদ