সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর বায়ার্ন মিউনিখের সামনে আরো ট্রফি জয়ের হাতছানি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার উয়েফা সুপার কাপে সেভিয়ার মোকাবিলা করবে জার্মান জায়ান্টরা। তবে প্রিয় দলের খেলা দেখতে সমর্থকদের বুদাপেস্ট সফরের আগে দ্বিতীয় বার ভেবে নেয়ার আহ্বান জানিয়েছে বায়ার্ন। প্রধান কোচ হ্যান্সি ফ্লিক করোনার এই প্রাদুর্ভাবের সময় সেখানে এই ম্যাচের আয়োজন নিয়েই প্রশ্ন তুলেছেন।
টানা ২২তম ম্যাচ জয়ের লক্ষ্যে হাঙ্গেরী যাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এতে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসললিগা ও জার্মান কাপের পর এই শিরোপা জয়েরও সুযোগ সৃষ্টি হচ্ছে দলটির।
গত শুক্রবার বুন্ডেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শালকের বিপক্ষে সূচনা ম্যাচে ৮-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ফ্লিকের শিষ্যরা। ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে গোল করা জার্মান উইঙ্গার লেরয় সানে জানান দিয়েছেন, ‘গোটা দলটিই জয়ের জন্য কতটা ক্ষুধার্ত’।
আগামী সপ্তাহে আরো দুটি ট্রফি ঘরে তোলার সুযোগ রয়েছে বায়ার্নের। ৩০ সেপ্টেম্বর জার্মান সুপার কাপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে লিগ চ্যাম্পিয়নরা। তবে বৃহস্পতিবারের ম্যাচ ঘিরে কোভিড-১৯ আক্রমণ আশংকার ছায়া ফেলেছে বায়ার্ন শিবিরে। কারণ অতিমাত্রায় ভাইরাস সংক্রমনের কারণে বুদাপেস্টকে ঝুকিপূর্ণ জোন ঘোষণা করেছে জার্মান সরকার। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা