প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদান অব্যাহত রেখেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এলাকার চট্টেশ্বরী রোডস্থ বায়তুস সালাত জামে মসজিদের উন্নয়নে আর্থিক অনুদানের অর্থ বরাদ্দ করেন।
সম্প্রতি শিক্ষা উপমন্ত্রীর পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রকল্প কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বায়তুস সালাত জামে মসজিদের মোতোয়াল্লি মো. মুসা খানের নিকট অনুদানের অর্থ হন্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়নগর আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, বায়তুস সালাত মসজিদের খতীব মাওলানা মো. ইলিয়াস, প্রকল্প কমিটির সচিব মাকসুদ জামিল মারুফ, নয়ন মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর