সুপ্রভাত ডেস্ক »
বান্দরবানের রুমায় জমি নিয়ে বৈঠকে কথা-কাটাকাটির জেরে পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু পাড়ার গ্রাম প্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রো।
নিহতরা হলেন- ল্যাংরুই ম্রো (৬০), তার ছেলে রুংথুই ম্রো (৪৫), রিংরাও ম্রো (৩৫), লেংঙিন ম্রো ও মেনওয়াই ম্রো।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ার প্রধানের সঙ্গে সালিস নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াপ্রধানের বাসায় যায়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে পাড়াপ্রধানসহ পাঁচজন নিহত হয়।