নিজস্ব প্রতিবেদক, বান্দরবান »
বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের ইমাম ওমর ফারুক হত্যাকান্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার সকালে বান্দরবান শহরের বনানী স’মিল এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা সভাপতি কাজী মো. মজিবর রহমানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও বান্দরবান পৌর শাখা সভাপতি শামসুল হক শামু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলার সভাপতি কাজী মজিব।
তিনি বলেন, ১৫ দিন পার হলো কিন্তু সন্ত্রাসীদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জরুরি ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান।
উল্লেখ্য, ১৮ জুন রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া মসজিদের ইমাম এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। নও মুসলিম ওমর ফারুকসহ ৫ পরিবার ওই পাড়ার ত্রিপুরা খ্রিস্টানধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।