সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ
২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষার উপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে এক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর কমিটির সভাপতি রায়হান উদ্দীন।
সমাবশে বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দীন, অর্থ সম্পাদক ইসরাত হক জেরিন, পাঠাগার বিষয়ক সম্পাদক ফারিস্তা চৌধুরী, সংগঠক সাকিব হোসেন। সমাবেশে বক্তারা বলেন, ‘এই করোনা মহামারীকালে দেশের অন্যতম বিপর্যস্ত খাত হলো শিক্ষাখাত। করোনার কারণে প্রায় ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর ওপর যাদের জীবিকা নির্ভরশীল, সেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রচ- আর্থিক কষ্টে দিনযাপন করছে। দেশের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ব্যবস্থাকে করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে ‘দৃষ্টান্তমূলক’ পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছে ইউনেস্কো। না হলে এই ক্ষতি পূরণ করতে কয়েক দশক সময় লেগে যাবে’। সমাবেশে বক্তারা ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষার উপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানান এবং শিক্ষার উপর সকল আগ্রাসন রুখে দিতে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি