সুপ্রভাত ক্রাড়ী ডেস্ক »
উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাই পর্বে নামার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সাবিনা-কৃষ্ণারা। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশ প্রথমটিতে ২-১ গোলে হারলেও পরেরটি গোলশূন্য ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে প্রায় সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। দুই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস পুঁজি করে আজ (সোমবার) রাতেই কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল। নেপালের দুই ম্যাচ থেকে বাংলাদেশ দল ভালোই অভিজ্ঞতা অর্জন করেছে। কোচ ছোটন উজবেকিস্তান যাত্রা নিয়ে বলেছেন, ‘দুটি ম্যাচ খেলাতে প্রস্তুতিটা ভালো হয়েছে। মেয়েরা তা ভালোভাবে কাজে লাগিয়েছে। এখন আমরা আত্মবিশ্বাস নিয়ে উজবেকিস্তান যাচ্ছি। জর্ডান ও ইরানের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’
দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে ড্র করায় কোচের প্রশংসা পাচ্ছেন স্বপ্না-মৌসুমিরা, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের ধন্যবাদ দিচ্ছি, দুর্দান্ত একটি ম্যাচ খেলার জন্য। আমরা সবসময় জানি নেপাল শক্তিশালী দল দক্ষিণ এশিয়াতে। তাদের বিপক্ষে ৯০ মিনিট একই গতিতে খেলেছে। তাদেরকে এজন্য ধন্যবাদ দিচ্ছি।’ এশিয়ান কাপ বাছাই পর্বে ‘জি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান ও জর্ডান। ম্যাচ দুটি হবে ১৯ ও ২২ সেপ্টেম্বর।