সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি। এ ব্যাপারে ইএসপিএন ক্রিকইনফোকে ম্যাকেঞ্জি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকাই এটার একমাত্র কারণ। কোভিড-১৯, ক্রিকেটের সময়সূচি এবং সমস্ত ফরম্যাটে দায়িত্ব পালন করতে গিয়ে আমার পরিবার থেকে অনেক বেশি সময় দূরে থাকতে হবে। তাই আমি দায়িত্ব ছেড়েছি।’
এই সাবেক ব্যাটসম্যান আরো বলেন, ‘আমি টাইগারদের পরিবারের একটি অংশ হতে পেরে অনেক আনন্দিত। আমি কিছু দুর্দান্ত ছেলেদের সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি এবং দূরে গেলেও সবসময় এই এদেশের ক্রিকেটের প্রতি আমার খেয়াল থাকবে।’
ম্যাকেঞ্জির অধীনে লিটন দাস, তামিম ইকবালসহ টাইগার ব্যাটসম্যানরা অনেক উন্নতি করেছেন। মূলত দৈনিক কাজ করার ভিত্তিতে ম্যাকেঞ্জিকে বেতন দেয়া হতো। গত দুই বছরে তিনি দক্ষিণ আফ্রিকার এমজানজি সুপার লিগের একটি দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা