সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
টি-টোয়েন্টি ফরম্যাটটা এখনো সেভাবে আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ দল। সম্প্রতি কুড়ি ওভারে টানা ৩টি সিরিজ জিতলেও বিশ্বকাপের পরিসংখ্যান টাইগারদের পক্ষে কথা বলে না, একেবারেই মলিন। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলছেন ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। আজ (রোববার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমি বিশ্বাস করি।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে বাজিমাত করে বাংলাদেশ দল। তবে সেই হুংকার ধরে রাখতে পারেনি টাইগাররা। সে বিশ্বকাপ তো বটেই, এরপর যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ দল, মূল পর্বের কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি। তবে এসব পরিসংখ্যান পাশে রেখে সুজন বিশ্বাস করেন টি-টোয়েন্টি ফরম্যাটে অসম্ভব কিছু নেই। লিটন দাস, নাঈম শেখরা জ্বলে উঠলে বাংলাদেশে আটকানো সহজ হবে না। সুজন ব্যাখ্যা দেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় টিম থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব? আমি বলব- এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ যে কাউকে এখানে হারাতে পারে।’
সঙ্গে যোগ করেন সুজন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না। আমাদের দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজ যারা সিনিয়র প্লেয়ার আছে টপ অর্ডার জ্বলে উঠলে, আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখরা যদি জ্বলে উঠে আমাদের আটকানো মুশকিল হবে।’