চবিসাসের বার্ষিক সাধারণ সভায় উপাচার্য
চবি সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) বার্ষিক সাধারণ সভা (২০১৯-২০২০) অনুষ্ঠিত হয়েছে। এতে বছরব্যাপী ক্যাম্পাস সাংবাদিকতায় অবদান রাখায় চার সাংবাদিককে পুরস্কৃত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। দুই ক্যাটাগরিতে (অনুসন্ধানী ও ফিচার) তাদের এ পুরস্কার দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর বাদশা মিঞা রোডে অবস্থিত চবি চারুকলা ইনিস্টিউট মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম পুরস্কার লাভ করেন বাংলা নিউজ ২৪ ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহাম্মাদ আজহার ও ২য় পুরস্কার পেয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্টের প্রতিনিধি মাহবুব এ রহমান। ফিচার প্রতিবেদনে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
অনুষ্ঠানে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক, আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ খায়রুল ইসলাম, চবিসাসের সাবেক সভাপতি সুজন ঘোষ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি গৌরচাঁদ ঠাকুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, কারো ভাবমূর্তি নষ্ট করতে সাংবাদিকতা নয়। আমি আশা রাখি তোমরা সত্যকে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই হবে তোমাদের লক্ষ্য। কাউকে ফোকাস করা বা কারও পেছনে লাগা নয়। আশাকরি তোমারা তোমাদেরকে সেইভাবে গড়ে তুলবে। বিজ্ঞপ্তি