চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আবাসন খাতে এপিক প্রপার্টিজ একটি সফল প্রতিষ্ঠান। নানা প্রতিকুলতা ও চড়াই উৎরাই অতিক্রম করে এপিক তাদের লক্ষ্য অর্জনে সক্ষমতা অর্জন করেছে। দীর্ঘ এই সাফল্যের জার্নিতে নান্দনিক চট্টগ্রাম গড়তে ভূমিকা রেখেছে এপিক প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান বলরুমে এপিক প্রপার্টিজের ২০ বছর সেলিব্রেশন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীতে নির্মান, প্রকৌশল ও আবাসন শিল্পে স্বনামধন্য শিল্পগ্রুপ হিসেবে এপিক সাফল্যের অগ্রযাত্রায় ২০ বছরের সফল জার্নি বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে উদযাপন করা হয়। এপিক প্রপার্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান কবীরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক. চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর রফিকুল আলম,। বক্তব্য রাখেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সুফিয়ান ও পরিচালক আনোয়ার হোসেন। ২০০৩ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় এপিক প্রপার্টিজ। বিগত ২০ বছরে এপিক ঢাকা ও চট্টগ্রামের আবাসন খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়। ২০ বছরে এপিক ঢাকা ও চট্টগ্রামে ৬০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবন নির্মান ও হস্তান্তর করে। এর মধ্যে ফ্ল্যাট ও কমার্শিয়াল ইউনিট সংখ্যা প্রায় ২৫০০। এপিক আবাসন শিল্পে সংযুক্ত করেছে স্মার্ট লাইফস্টাইল সুবিধা। আবসন শিল্পের বাইরে হেলথ কেয়ার, এগ্রো, এনার্জিসহ আরও একাধিক শিল্পখাতে ভূমিকা রাখছে এপিক। বিজ্ঞপ্তি
বিজনেস