বড়দিনের শুভেচ্ছা বিনিময় করলেন মেয়র

মেয়র রেজাউল করিম চৌধুরী খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সুদীর্ঘকাল থেকে চট্টগ্রামে সাম্প্রদায়িক সস্প্রীতি বিরাজিত। এখানে সকল ধর্ম-বর্ণের লোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং একে অপরের ধর্মীয় উৎসবে আনন্দঘন পরিবেশে যোগদান করে আনন্দকে ভাগাভাগি করে নেয়। তিনি বলেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে নিজ-নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালনের অধিকার ভোগ করছেন।

মেয়র খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে নিয়েই আমরা দেশ গঠনে এগিয়ে যেতে চাই।

গতকাল রোববার সন্ধ্যায় পাথরঘাটায় আর্চ বিশপ ভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, ব্রাদার সব্রত রোজারিওসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মেয়র রেজাউল করিম চৌধুরী বড়দিন উপলক্ষে বিপশসহ সবাইকে শুভেচ্ছা জানান এবং বড়দিনের কেক কাটেন। বিজ্ঞপ্তি