আজ সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল সন্ধ্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে ফাউন্ডেশন ফর অটিজম রির্সাচ অ্যান্ড এডুকেশন (ফেয়ার) নির্বাহী পরিষদের সভা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও যুগ্ন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম।
এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও অটিজম বিষয়ক রির্সোসপারসন ডা. ফাহামিদা ইসলাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবুল হোছাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, ফেয়ারের পরিচালক শামীম আরা মামুন (দিনা), আবুল হাশেম, আটলান্টিকন্স ট্রাকশনের এমডি নাসির আহম্মদ, ইঞ্জিনিয়ার এম মুবিন প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ, ফিরোজ মজুমদার, শিক্ষক প্রতিনিধি রেজওয়ানা দারাইন, খাইরুন নাহার প্রমুখ।
সভায় বাংলাদেশের অটিজম উত্তরনে ফেয়ারের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় চলতি মাসের মধ্যে ফেয়ারের স্থায়ী ঠিকানায় ভবন নির্মাণের কাজ আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
মহানগর