প্রেমের টানে ফটিকছড়িতে শ্রীলঙ্কান তরুণী

১লাখ ১ টাকা কাবিনে বিয়ে

নবদম্পতি মোরশেদ ও পচলা।

মো. আবু মনসুর, ফটিকছড়ি প্রতিনিধি »

মোরশেদ ও পচলা। তাঁদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। এরপর সীমানা পেরিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে বিয়ে করলেন পচলা নামের এক শ্রীলঙ্কার তরুণী। সাথে নিয়ে আসেন তার পরিবারকেও।

বৃহস্পতিবার (৬ জুন) মুসলিম রীতিনীতি অনুয়ায়ী তাদের আকদ সম্পন্ন। আজ শুক্রবার রাতে ১ লাখ ১ টাকা কাবিনে বাঙালি সাজে হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ছিল গায়ে হলুদসহ বিয়ের নানা আয়োজন। তবে উৎসুক জনতার ভীড় এড়াতে বিষয়টি স্থানীয়দের কাছ থেকে একটু আড়াল করে রাখা হয়। ভিনদেশি তরুণীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পরিবার ও বরের স্বজনরা।

জানা যায়, মোহাম্মদ মোরশেদ পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পারি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে কাজের সুত্রে দুই বছর আগে পরিচয় শ্রীলঙ্কার তরুণী পচলার সাথে।

প্রথমে বন্ধুত্ব তারপর দুইজনের মন দেওয়া নেওয়া শুরু হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এরপর ভালোবাসার টানে মোরশেদের সঙ্গে পচলা ও তার পরিবার চলে আসেন ফটিকছড়ির পৌরসভার ৫নং মুনাফখিল এলাকায়।

মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।

মোরশেদের ছোট ভাই রাকীব বলেন, ‘ভাবীর বাড়ি শ্রীলঙ্কা। দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। ১ লাখ ১ টাকা কাবিনে তাদের বিয়ে হয়েছে।’