হোম হসপিটাল’র ফ্রি হেলথ ক্যাম্প
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসতে হবে।
প্রান্তিক পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা মানুষের নিকট পৌঁছে দিতে সকলের কার্যকর ভূমিকা দরকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অত্যধিক গুরুতারোপ করতে হবে।
অসচ্ছল ও বহুবিধ রোগব্যাধিতে আক্রান্তদের জন্য চট্টগ্রামে হোম হসপিটাল কর্তৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া উপরোক্ত বক্তব্য রাখেন।
নগরীর খুলশী সেগুনবাগান এলাকায় ওব্যাট হেল্পার্স, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও রোটারি ক্লাব অব চিটাগাং প্রাইম’র সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স’র প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, হোম হসপিটালের চিকিৎসক ডা. সৈকত বড়ুয়া মুন্না, রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম’র সেক্রেটারি হেলাল উদ্দিন, আইএসডিসিএম এর প্রজেক্ট অফিসার মো. মোস্তাক প্রমুখ। ওব্যাট স্কুল প্রাঙ্গণে প্রায় শতাধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মেডিসিনসহ চিকিৎসাসেবা প্রদান করেন হোম হসপিটাল উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়–য়া এবং স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসা ক্যাম্প শেষে ডা. বিদ্যুৎ বড়–য়া বলেন, অবহেলিত জনগোষ্ঠীর সার্বক্ষণিক চিকিৎসার নিশ্চয়তায় হোম হসপিটাল পাশে থাকবে। বিজ্ঞপ্তি