নিজস্ব প্রতিবেদক :
দেশের সর্বজন শ্রদ্ধেয় ও প্রবীণ আলেম চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী আর নেই। সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নগরীর ষোলশহর শ্যামলী আবাসিক এলাকার বাসায় আছরের নামাজের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল হক নঈমী। এ সময় তাঁর রক্তচাপ বেড়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
সোমবার রাত ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ওবায়দুল হক নঈমী আহলে সুন্নত ওয়াল জামায়াতের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
ওবায়দুল হক নঈমীর ইন্তেকালের খবরে চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ সন্তান এবং অসংখ্যা শুভাকাক্সক্ষী রেখে গেছেন মুফতি ওবায়দুল হক নঈমী। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া গ্রামে।
এ মুহূর্তের সংবাদ