সুপ্রভাত ডেস্ক »
প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গা নারীরা। জনগোষ্ঠীটির প্রচলিত প্রথা ভেঙে এই প্রথমবারের মতো একসঙ্গে সমবেত হলেন হাজারের বেশি নারী। বৃহস্পতিবার সকালে এই সমাবেশের আয়োজন করে এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটি। উখিয়ার লম্বাশিয়া-১ ইস্ট ক্যাম্পে আয়োজিত এই সমাবেশে উখিয়া-টেকনাফের ৩৩ ক্যাম্প থেকে অংশ নেন তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।’
রোহিঙ্গা নারীদের সমাবেশের প্রশংসা করে বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও আজকে রোহিঙ্গা নারীরা প্রচলিত প্রথা ভেঙে এখানে জড়ো হয়েছেন- তা সত্যিই প্রশংসার যোগ্য।’
২০নং ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নারী নেত্রী রশিদা খাতুন বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের আশ্রয় দিয়েছে। তবে এই আশ্রিত জীবন আর চাই না, ফিরতে চাই নিজেদের প্রিয় আরাকানে। আমরা মায়ের জাত, নিজেদের সন্তানদের নিজস্ব সংস্কৃতিতে বড় করতে হবে।’
এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটির নেতা মোহাম্মদ সৈয়দুল্লাহ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশই নারী, আমরা চেয়েছি আমাদের বাড়ি ফেরা কর্মসূচিতে তারা যুক্ত হোক এবং আজ সেটাই হলো। ঐক্যবদ্ধ হলে রোহিঙ্গা নারীদের থামানো যাবে না- আজ তারা সেটাই প্রমাণ করেছে।’
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রিত আছেন। এর মধ্যে সাত লাখ এসেছেন ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের মুখে। এরপর থেকে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়।