সুপ্রভাত ডেস্ক :
নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জয় পায়নি বাংলাদেশ। ডানেডিনে আগামীকাল শনিবার ভোর ৪টায় অধরা জয়ের দেখা পেতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে প্রথম জয় পেতে উদগ্রীব হয়ে আছে তামিম-মুশফিকরা। ইউনিভার্সিটি ওভালে মাঠে নামার আগে পেসারদের গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ৫ স্পেশালিস্পট বোলার নিয়ে একাদশ সাজানোর কথা জানিয়েছেন আগেই। বল হাতে যারা কিউই ব্যাটসম্যানদের সামলানোর দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ ৪ জনই হতে পারেন পেসার।
অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে তামিমের প্রথম ম্যাচ এটি। এর আগে অস্থায়ী অধিনায়ক হিসেবে অবশ্য শ্রীলঙ্কায় যুতসই ফলাফল পাননি। তামিমের জন্য তাই নিজেকে প্রমাণের মঞ্চও এবারের নিউজিল্যান্ড সিরিজ।
নিউজিল্যান্ডের একাদশে পাঁচটি পরিবর্তন নিশ্চিত। ইনজুরির কারণে স্কোয়াডে থাকবেন না অধিনায়ক কেন উইলয়ামসন ছাড়াও রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম ও লকি ফার্গুসন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করলেও ওয়ানডে একাদশে না থাকার সম্ভাবনা বেশি স্পিনার ইশ সোধির।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কাইম জেমিসন ও ট্রেন্ট বোল্ট।