বিনোদন ডেস্ক »
টিভি নাটক ছেড়ে সিয়াম আহমেদ চলচ্চিত্রে স্থায়ী হওয়ার পর অভিনয়ে এসেছেন তাসনিয়া ফারিণ। তাই টিভি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। পরে ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিণ। সিয়ামও করেছেন ওয়েব কনটেন্ট।
সেখানেও এত দিন তাঁদের একসঙ্গে পাওয়া যায়নি। অবশেষে মিজানুর রহমান আরিয়ান দুজনকে একসঙ্গে পর্দায় হাজির করতে চলেছেন। ওয়েব ছবি ‘পুনর্মিলনে’তে দেখা যাবে নতুন এই জুটিকে। ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ২০’-এ নিজেকে প্রমাণ করেছেন আরিয়ান।
আগের দুটি ছবির মতো এই নির্মাতার তৃতীয় ওয়েব ছবিটিও চরকির। ‘পুনর্মিলনে’তে সিয়াম-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।
ফারিণের সঙ্গে জুটি এবং ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সিয়াম বলেন, ‘এটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আরিয়ান আমার চোখে অসাধারণ এক গল্পকথক।
ফারিণ তো দারুণ অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করে যারপরনাই আনন্দিত। এই ছবি দর্শক ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা যৌথ পরিবারে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে—তারা এই সিনেমা দেখে কাঁদবে।’
ওয়েব ছবিটি নিয়ে ফারিণ বলেন, ‘ছবির গল্প পড়ার পর নিজেকে গল্পের একটি অংশই মনে হয়েছে।
সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করলাম। আশা করছি, ভালো একটা ছবি পাবে দর্শক।’
শিগগিরই চরকিতে মুক্তি পাবে ‘পুনর্মিলনে’। ছবিটি নিয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘পর্দায় আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি প্রায়ই। তবে কাজিনদের বন্ধুত্বের গল্প খুব একটা চোখে পড়ে না। আমি সে গল্পটাই তুলে এনেছি। ছবিটি সবাইকে নস্টালজিক করে তুলবে।’