নিজাম সিদ্দিকী »
দেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পোষা প্রাণীর চিকিৎসাসেবায় চালু হয়েছে ল্যাপরোস্কপিক সার্জারি।
সিভাসু সূত্র জানায়, গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।
এ প্রসঙ্গে সুপ্রভাত বাংলাদেশের সঙ্গে আলাপকালে প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ‘এর আগে প্রায় সাত-আটটি ট্রায়াল অপারেশনের করতে হয়েছে। এরপরই আমরা সফলতার মুখ দেখেছি। সারাদেশের মধ্যে পোষা প্রাণীর সফল ল্যাপারোস্কোপিক সার্জারির ঘটনা এটিই প্রথম এবং আমি সেই কৃতিত্ব লাভ করেছি। সিভাসুর বাইরে এ ধরনের ল্যাপারোস্কোপিক সার্জারি মেশিন কোথাও নেই।’
ল্যাপারোস্কোপিক সার্জারি বিষয়ে তিনি বলেন, ‘পিত্তথলির পাথরসহ পেটের বিভিন্ন সমস্যার চিকিৎসার ক্ষেত্রে কোনো কাটাছেঁড়া ছাড়াই নাভিতে ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখে অস্ত্রোপচার করা যায়। এর ফলে সাতদিনে এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রাণী তাৎক্ষণিকভাবেই সুস্থ হয়ে যায়।’
ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা কি জানতে চাইলে ড. বিবেক চন্দ্র সূত্রধর আরো বলেন, এ সার্জারিতে পেইন কম, ইনফেকশনের চান্স কম, পরবর্তী কম্লিকেশন কম এবং দ্রত আরোগ্য লাভ সম্ভব। এ কাজগুলোর জন্যেই সার্জারিতে ল্যাপারোস্কোপিক সার্জারি হটকেক।’
এ ধরনের একটি অভাবনীয় সাফল্যের ফলে এখন থেকে কুকুর, বিড়াল, বানরের মতো পোষা প্রাণীর পাকস্থলির জটিল সমস্যার চিকিৎসা সহজ হয়েছে বলে দাবি করেন ড. বিবেক চন্দ্র সূত্রধর।
সিভাসুর চিকিৎসাসেবা কার্যক্রম
সিভাসু সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকসের আওতায় এস এ কাদেরি ভেটেরিনারি টিচিং হাসপাতাল, হাটহাজারীতে টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতাল এবং রাজধানীর পূর্বাচলে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারে পোষা প্রাণীর চিকিৎসা কার্যক্রম চলছে।
সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বিষয়ে ভেটেরেনারি ক্লিনিকসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক বলেন, এখানে সব ধরনের চিকিৎসাই হয়, গ্রামীণ পর্যায়ে যা আছে আর কি, গরু, ছাগল, হাঁস-মুরগি, কুকুর বিড়াল, খরগোশসহ সব ধরনের প্রাণীরই চিকিৎসাসেবা দিয়ে থাকি। অনেকে কচ্ছপ নিয়ে আসেন চিকিৎসার জন্যে।
চিকিৎসা ফি বিষয়ে তিনি বলেন, নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন করে ছাগলের জন্যে ২০ টাকা, কুকুর, বিড়ালের জন্যে ১৫০ টাকা করে নেওয়া হয়। ওষুধপত্র যেগুলো এখানে থাকে সেগুলো আমরা বিনামূল্যেই দিয়ে থাকি। আর যেগুলো থাকে না সেগুলো কিনতে হয়।’
এস এ কাদেরি ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিভিন্ন শাখায় যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বড় প্রাণী শাখা : গরু, ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য বড়প্রাণীর রোগনির্ণয় ও চিকিৎসা প্রদান।
ছোট প্রাণী শাখা : কুকুর, বিড়াল,খরগোশ,গিনিপিগ, ইঁদুর ও অন্যান্য ছোটপ্রাণীর রোগনির্ণয় ও চিকিৎসা প্রদান।
বন্যপ্রাণী শাখা : হাতি, বাঘ, সিংহ, কচ্ছপ, সাপসহ অন্যান্য প্রাণীর রোগনির্ণয় ও চিকিৎসা প্রদান ।
পাখি শাখা : বিভিন্ন প্রজাতির পাখি, যেমন হাঁস, কোয়েল, কবুতর, ময়ুর, তিতির, ময়না, টিয়া, চড়–ই ইত্যাদি পাখির ময়নাতদন্তসহ রোগনির্ণয় ও চিকিৎসা প্রদান।
অব্স্টেট্রিক্স ও গাইনি শাখা : প্রসবজনিত সমস্যা, কৃত্রিম প্রজনন ও স্ত্রী প্রাণীর প্রজনন বিষয়ক রোগসমূহ নিরূপন ও চিকিৎসা।
অস্ত্রোপচার শাখা : ছোট-বড় সকল প্রাণীর জটিল রোগের (যেমন : টিউমার, হার্নিয়া, চোখের ও হাড়ের বিভিন্ন সমস্যা, সিজারিয়ান অপারেশন, খোঁজাকরণ ইত্যাদি) শল্যচিকিৎসা।
রোগ নিরূপণ শাখা : সিবিসি, সিরাম, বায়োকেমেস্ট্রি, এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, সিএস টেস্ট, এন্টিবডি টাইটার টেস্টসহ রোগনির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার
কনসালটেন্সি শাখা: পোল্ট্রি ও দুগ্ধখামার স্থাপনে প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ ও নির্দেশনা প্রদান।
ভ্রাম্যমাণ ক্লিনিক শাখা : চট্টগ্রাম শহর ও এর আশেপাশের উপজেলাসমূহে সপ্তাহে দুইদিন চিকিৎসাসেবা প্রদান।
২০১৮ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার পূর্বাচলে ২২ কাঠা জমির ওপর টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার গড়ে তোলা হয়। এখানে ইন্টার্ন ও ¯œাতকোত্তর ভেটেরেনারি ডাক্তারদের প্রশিক্ষণ দানের পাশাপাশি পশুপ্রাণীর উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীর রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে গত ১০ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতাল। এখানে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং স্থানীয় খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণীসেবা প্রদান করা হয়।
চিকিৎসার সময়সূচি
গত ৩ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবায় সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে চিকিৎসাসেবা। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটির দিনে হাসপাতালের প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকছে। আগে সিভাসু’র এ হাসপাতালে প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম চলত সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত।
হাটহাজারী টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতালে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের মাধ্যমে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী ও পাখির রোগনির্ণয় ও চিকিৎসসেবা প্রদান করা হয়। এখানে রয়েছে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনিকোলজি ইউনিট, ওপারেটিং থিয়েটার এবং ডায়াগনস্টিক ল্যাব।