‘প্রত্যাশার কাছাকাছি যেতে পেরেছি’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাওয়াশ হলো না। তাতে কী? পারফরম্যান্স যেমনই হোক আর জয়ের ধরন যত অনুজ্জ্বল-শ্রীহীনই হোক না কেন, সিরিজের ফল ৪-১। বাংলাদেশের পক্ষে। তারপরও ভক্ত-সমর্থকদের মন খারাপ। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে টাইগারদের পারফরম্যান্স ও ফল নিয়ে রাজ্যের অসন্তুষ্টি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কতটা সন্তুুষ্ট? প্রেস কনফারেন্সে এ প্রশ্নের মুখোমুখি হয়ে টাইগার ক্যাপ্টেন যা বললেন, তার অর্থ হলো, তিনি মোটেই হতাশ নন। আবার পুরোপুরি তৃপ্তও নন। তার মূল্যায়ন, এ সিরিজে তাদের যে লক্ষ্য ও প্রত্যাশা ছিল, তার পুরোটা পূর্ণ না হলেও তারা তার কাছাকাছি গেছেন। মানে অনেকটাই লক্ষ্য পূরণ হয়েছে। শান্তর কথা, ‘অবশ্যই আমার মনে হয় যে, খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে, আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে… আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরো সিরিজে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে।’
‘এই রকম যদি চিন্তা করা যায়, তাহলে অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম, অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি।’
এ সিরিজের প্রাপ্তির কথা জানাতে গিয়ে শান্ত আরও বলেন, ‘কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি। যেটা আমাদের দরকার ছিল। কারণ সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। তো ওই সময় আমরা আমাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করছি, বোলাররা কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করছে, ওই সময়ে আমরা কতটুকু শান্ত থাকছি; ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করেছি।’
‘ক্লোজ ম্যাচ যেগুলো আমরা খেলেছি, বলা যেতে পারে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়। সেখান থেকে ক্যামব্যাক করে যেভাবে আমরা ম্যাচ বের করে এনেছি, এটা পজিটিভ দিক। আমাদের কাজে দেবে টুর্নামেন্টটাতে।’ খবর জাগোনিউজ’র