প্রতিহিংসার কারণে কোনো দলের বিরুদ্ধে মিথ্যাচার করা উচিত নয়: গোলাম পরওয়ার

সুপ্রভাত ডেস্ক »

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। কিন্তু প্রতিহিংসার কারণে কোনো দলের বিরুদ্ধে মিথ্যাচার করা উচিত নয়। কমন বিষয়গুলোতে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঐক্যমত কমিশনে বির্তক থাকলেও দলে দলে বা ব্যক্তি ব্যক্তিতে যাতে বিভেদ না হয়। দল হিসেবে সবাই সবার মতামত দিচ্ছে। কমিশনে যুক্তিতর্ক হচ্ছে। তার মানে এই না যে কোন দল নির্বাচন চায় না। আমরা নির্বাচন চাই। এ সময় নির্বাচন বা নানা দর্শনের নামে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরানো কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয়। সরকারের ভোটের সময়সীমা নিয়ে জামায়াত আস্থাশীল। এ সময় নব্য ফ্যাসিবাদের উত্থান থামিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।