প্রকাশকরা জাতির মেধা-মননকে লালন করে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আলোচনা সভা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার আয়োজন ১৯ এপ্রিল বিকেল ৫ টায় নগরীর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু। সম্পাদক আলী প্রয়াসের স্বাগত কথনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক ও শৈলী প্রকাশনীর পরিচালক রাশেদ রউফ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সহ-সভাপতি ও শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, যুগ্ম-সম্পাদক ও পূর্বা প্রকাশনীর আলমগীর শিপন, রাদিয়া প্রকাশনীর অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, কো-অপারেটিভ বুক সোসাইটির মাওলানা মোক্তার আহমেদ।

এছাড়া অন্য প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজ্ঞালোক প্রকাশনীর স্বত্বাধিকারী ও পরিষদের সিনিয়র সহ-সভাপতি রেহেনা চৌধুরী, অর্থ সম্পাদক ও সাহিত্য বিচিত্রার প্রকাশক মো. সোহেল রানা, গাজী প্রকাশনীর গাজী মোহাম্মদ জাহেদ, কথন প্রকাশনীর স্বত্বাধিকারী ও গীতিকার ফারুক হাসান, প্রচার ও দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম সুজন, কথা বিচিত্রার কিশোর হাবিবুর রহমান, আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের মাওলানা তৈয়ব আলী, পেন্সিল প্রকাশনের প্রতিনিধি অধ্যাপক কবি রুহু রুহেল, রংপেন্সিল প্রকাশনীর ফরিদা রহমান, ঝিলমিল প্রকাশনীর ফারজানা পায়েল, চন্দ্রবিন্দু প্রকাশনীর চৌধুরী ফাহাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকাশকরা জাতির মেধা-মননকে লালন এবং সৃজনশীল প্রতিভাকে খুঁজে বের করে নিখুঁত ও শৈল্পিকভাবে উপস্থাপন করে জাতীয় দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সৃজনীশল প্রকাশক পরিষদ বরাবরই সুসংগঠিতভাবে কাজ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে ও সংগঠনের বৃহত্তর স্বার্থে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে প্রকাশনা শিল্পকে সমাজের কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও মর্যাদাবান করে তুলতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা এবং সংগঠনের সদস্য ফারুক হাসানের সন্তানের অকাল প্রয়াণ ও অর্থ সম্পাদক সোহেল রানার শাশুড়ির প্রয়াণ স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন মাহমুদ। বিজ্ঞপ্তি