মশার উপদ্রবে অতিষ্ঠ উঠেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। এই অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন নিজ অর্থায়নে মশক নিধন কর্মসূচি শুরু করেছেন।
৪ ডিসেম্বর নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ মশক নিধন ওষুধ ছিটানো হয়।
এ মশা নিধন কর্মসূচির জন্য প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের নিজ উদ্যোগে ৪৪০ এরোসল, ২০০ পেরোল কেনা হয়েছে।
এ বিষয়ে প্যানেল মেয়র বলেন, নগরীতে মশা বেড়ে গেছে। যে ওষুধ ছিটানো হচ্ছে সেটা দিয়ে মশা মরছে না। মশার ওষুধ ১৬০ টাকা দামে ঢাকা থেকে সংগ্রহ করে ছিটাচ্ছি। সুফল মিলছে। আমার ওয়ার্ডে, আমার ব্যক্তিগত ফ্যাক্টরিসহ অন্যান্য জায়গায় ১৬০ টাকা করে কিনে ব্যবহার করছি। কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডেও এমন উদ্যোগ নিয়ে মশক নিধন ওষুধ ছিটানো দরকার।
এদিকে চসিকের কার্যাদেশ দেয়া লার্ভিসাইডের নাম ‘টেমিফস ফিফটি পার্সেন্ট ইসি’। এডাল্টিসাইডের নাম ‘ইনভেন্ট লিকুইড ইনসেকটিসাইড’। প্রতি লিটার টেমিফস ৫৯০ টাকা এবং ইনভেন্ট লিকুইড ইনসেকটি সাইড ৩ হাজার ৮৮০ টাকায় সংগ্রহ করা হচ্ছে। বিজ্ঞপ্তি
 
				 
		


















































