২০ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম মুমিনুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে বিজিএমইএর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর নেতৃত্বে মতবিনিময় সভায় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দীন ও রাকিবুল আলম চৌধুরী, পরিচালক সর্বজনাব মো. খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব, হারুন-অর-রশিদ, রাজীব চৌধুরী, ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, বিজিএমইএর প্রাক্তন পরিচালক বৃন্দ, পোশাক শিল্পের মালিকবৃন্দ এবং বিজিএমইএর মহাসচিব মো. ফয়জুর রহমান সহ বিজিএমইএর উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বিজিএমইএ’র প্রথম-সহসভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- কোভিড-১৯-এর সংকট মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক সফট লোন ও প্রনোদনা প্রদানের প্রেক্ষিতে পোশাক শিল্প ঘুরে দাড়িয়েছে, এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব অর্থনৈতিক মন্দায় মুদ্রাষ্ফীতির কারণে রপ্তানী বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে দেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যহত রাখা ও কর্ম সংস্থানের স্বার্থে পোশাক শিল্পকে সার্বিক সহযোগীতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে পোশাক শিল্প শ্রমিকদের জীবযাত্রার মান স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবি-র মাধ্যমে রেশনিং কার্যক্রম চালুর পদক্ষেপ গ্রহন করার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়াও চট্ট্র্রগ্রামে বিচ্ছিন্নভাবে গড়ে উঠা ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহকে পূর্ণাঙ্গ কমপ্লাইনস কারখানা হিসাবে গড়ার লক্ষ্যে সীতাকুন্ডস্থ জঙ্গল সলিমপুরে /সুবিধাজনক জায়গায় স্বতন্ত্র গার্মেন্টস গ্রীন জোন বরাদ্দ এবং পোশাক শিল্পের ও শ্রমিক কর্মচারীদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ পরিচালিত স্কুলের জন্য ভূমি বরাদ্দসহ দক্ষ জনশক্তি ও মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) এর জন্য স্বতন্ত্র ক্যাম্পাস পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য ও জেলা প্রশাসককে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। এছাড়াও এই শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যহত রাখার স্বার্থে নিরবচ্ছিন্ন গ্যস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। আলোচনা কালে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস.এম. মান্নান কচি বলেন, পোশাক শিল্পের বর্তমান সংকট কালীণ পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন মহল বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় জোরদার পদক্ষেপ গ্রহন করতে হবে। জেলা প্রশাসক মুমিনুর রহমান বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটকালীন সময়েও পোশাক শিল্পের অবদানের ফলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি
পোশাক শিল্প শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবি
জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ে বিজিএমইএ নেতৃবৃন্দ