সুপ্রভাত ডেস্ক »
গাজীপুরের মাহমুদ ডেনিমের উপব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদের ওপর নৃশংস হামলা এবং বিভিন্ন কারখানায় মালিকদের হয়রানি—হুমকির প্রতিবাদ জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা।
তারা বলেছেন, সাম্প্রতিক কিছু ঘটনা তৈরি পোশাক শিল্পের নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
অবিলম্বে তৈরি শিল্পের নিরাপত্তার নিশ্চিত করতে হবে।
রোববার (১ ডিসেম্বর) উত্তরায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন উদ্যোক্তারা।
বিজিএমইএ—এর প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ—এর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক, এ কে আজাদ, এস এম ফজলুল হক, ফারুক হাসান, রফিকুল ইসলাম, তপন চৌধুরী, মাহমুদ হাসান খান বাবু প্রমুখ।
সভায় অবিলম্বে রাফি মাহমুদের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি এবং পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রাফির ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করে নেতৃবৃন্দ বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়া হবে।
নেতৃবৃন্দ বিজিএমইএ—এর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসার উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ, কারখানার নিরাপত্তা জোরদার ও বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।