নিজস্ব প্রতিবেদক »
ছোটোদের জন্যে ফুলকির নিয়মিত অয়োজন ‘ফুলকি শিশু-কিশোর সাংস্কৃতি উৎসব ২০২৩’ তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী এ উৎসব পালিত হবে। উৎসবে বেসরকারি সংস্থার বিভিন্ন স্কুল, সুবিধাবঞ্চিত শিশু এবং নগরের সুনামধন্য স্কুলের শিশুরা অংশগ্রহণ করবে। উৎসবের উদ্বোধন হবে দেশের বিশিষ্ট ও বর্ষীয়ান ছড়াকার সুকুমার বড়ুয়াকে সম্মাননা জানানোর মাধ্যমে গতকাল (১৮ জানুয়ারি) সকাল ১১টায় ফুলকির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চারুকলা প্রদর্শনী, পাপেট শো, প্রশিক্ষণ চলচ্চিত্র, নাটক, জাদুপ্রদর্শনীসহ নানা আয়োজন থাকার কথা জানিয়েছেন কবি ও সাংবাদিক আবদুল মোমেন।
তিনি বলেন, ‘সারাবিশ্বে অস্ত্র তৈরি বেশি হচ্ছে। কিন্ত একটি জেট জঙ্গিবিমানের খরচ দিয়ে ষাট হাজার গ্রামীণ ডাক্তারখানা তৈরি করা যায়। একটি ট্যাংক দিয়ে ৫২০টি বিদ্যালয়সহ শ্রেণিকক্ষের যাবতীয় সরঞ্জাম কেনা যায়। একটি ডেস্ট্রয়ার দিয়ে ২০ লাখ লোকের বসবাস উপযোগী ১৩টি শহর কিংবা ৩২টি গ্রামের বিদ্যুতায়ন করা যায়। একজন সৈন্যের প্রশিক্ষণ ও অস্ত্রের জন্য যা খরচ হয় তা দিয়ে ৮০ জন শিক্ষার্থীর শিক্ষার খরচ হয়। অস্ত্র ও মৃত্যুখাতে ব্যয়ের তুলনায় মানুষের জীবনের জন্য ব্যয়ের খরচ কম। কিন্ত আমরা জীবনের জন্য ব্যয় করি না। পৃথিবী এবং জীবন ভীষণ রকমের সংকটে রয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এসবের বিরুদ্ধে আনন্দ, জ্ঞান অর্জন, শিক্ষা, দায়িত্ব পালন এসব কিছু নিয়ে এই আয়োজন করা হচ্ছে।’
ফুলকি সর্বাধ্যক্ষ শীলা মোমেন বলেন, ‘ফুলকি নিজের আঙিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিশুদের জন্য যা কিছু ভালো, যা উপযোগী তাই এই অনুষ্ঠানে থাকবে। এখানে বিভিন্ন বেসরকারি সংস্থার স্কুল এবং মহানগরের সুনাধন্য স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবে। এই সমাবেশের মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে অর্থাৎ ‘শিশুদের জন্য আমরা’ এই স্লোগানে তাদের কথাগুলো বলাতে চাই। তাদের উপলদ্ধিতে আনতে চাই। তারা যাতে বড় হলে এসবের বিরুদ্ধে কথা বলে।’
সংবাদ সম্মেলনে কবি ও সাংবাদিক আবুল মোমেন, ফুলকি সর্বাধ্যক্ষ শীলা মোমেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং ফুলকির সহকারী অধ্যক্ষ রত্মা ধর উপস্থিত ছিলেন।