চলমান করোনাযুদ্ধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনী ত্যাগ ও দ্বায়িত্ববোধকে শ্রদ্ধা জানিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের নিকট মহানগর যুবলীগ নেতা মো. ফসিউল আলম রিয়াদের সার্বিক সহযোগিতায় পিপিই ও বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১২টায় এই সুরক্ষাসামগ্রীগুলো পুলিশ কমিশনার এর কাছে হস্তান্তর করা হয়
এতে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, মো. আসলাম, মো. আজাদ, মো. আলাউদ্দিন মুন্না, সাইফুল ইসলাম টিটু, শিবু শীল, মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক আবু সালেহ, নুর চৌধুরী, রিমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
হস্তান্তরকালে যুবলীগ নেতা মো. ফসিউল আলম রিয়াদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের জান-মাল রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগ থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ। জনসচেতনতা থেকে শুরু করে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা, সুরক্ষা এমনকি দাফন কাজ ও করে যাচ্ছেন। তাই তাদের এই মহান কাজকে শ্রদ্ধা জানিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বিজ্ঞপ্তি
মহানগর