পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৪১৭তম পরিচালনা পর্ষদের সভা গতকাল “ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে” অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক সহ অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ সভায় সংযুক্ত ছিলেন। এছাড়াও কোম্পানির উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানী সচিব ও এইচআইএসি উক্ত সভায় সংযুক্ত ছিলেন।
সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানির ২০২২ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয়া হয়। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা ।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানীটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ২৯ টাকা ৫৩ পয়সা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩০ টাকা ৬১ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৪ পয়সা। বিজ্ঞপ্তি