দেশের বৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা লাভ করেছে। সতের বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুরআন প্রতিযোগিতায় পিএইচপি ফ্যামিলি মহৎ এ অনুষ্ঠানের সাথে রয়েছে। অতীতের মতো আগামীতেও পাশে থাকবে।
গত বুধবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকায় ২০২৫ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, পিএইচপি ফ্যামিলি দেশ ও দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে থাকে। মহান আল্লার পবিত্র কুরআনের এ অনুষ্ঠানে শুরু থেকেই সম্পৃক্ত রয়েছে। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে; সেজন্য আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি। প্রায় দেড় যুগ ধরে চলে আসা কুরআনের এই রিয়্যালিটি শো কেবল দেশের মধ্যে নয়, বিদেশেও জনপ্রিয়তা লাভ করেছে। সতের বছর ধরে এ প্রতিযোগিতা চলে আসছে; এটিকে অনুসরণ করে পরবর্তীতে আরও অনুষ্ঠান হলেও সেগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। আমরা আশা করি এনটিভির ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ অনুষ্ঠান আগামীতেও চলমান থাকবে। পাশে থাকবে পিএইচপি ফ্যামিলি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোশকতায় রয়েছে অতীতের মত পিএইচপি ফ্যামিলী। কো-স্পন্সর হিসাবে আছে- আল আরাফা ইসললামি ব্যাংক, স্মার্ট একটিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, সেভয়ে আইস ক্রিম, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
হিফজুল কুরআন প্রতিযোগীতার নব নির্বাচিত চেয়ারম্যান আবু ইউসুফের পিতা মাওলানা আবুল কাশেম ১৭ তম অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, আল্লাহ তা‘য়ালার প্রতি অঘাধ বিশ্বাস ও তার রহমত কামনা করছি; যাতে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। হাফেজে কুরআনদের প্রতি ¯স্নেহ ও ভালবাসা রেখে আগের চেয়ে আরো বেগবান করতে আমরা সুদক্ষ ও সম্মানিত দায়িত্বশিলদের নিয়ে কাজ শুরু করেছি। আমরা দেশে ও বিদেশে হাফেজে কুরআনদের স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ার মাধ্যমে তাদেরকে বিশে^র দরবারে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।
রহিম আফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম বলেন, আবু ইউসুফ কুরআনকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে সকলের কাছে প্রহণযোগ্য করে তুলে ধরেছেন। আশা করি বর্তমানেও উনার রেখে যাওয়া দায়িত্বশিল নেতৃত্ব অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে আয়োজন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেভয়ে আইসক্রিমের এমডি নিয়াজ আহমেদ, স্মার্ট একটিভ গোল্ড মেহেদির জেনারেল ম্যানাজার হাম্মাদ আমিন, বাংলা ক্যাটের সিনিয়র অফিসার মোহাম্মাদ আশরাফুজ্জামান চৌধুরী এবং দেশ বরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।