পাহাড় কেটে কারখানা হবে কেন

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বুক চিরে নেমে আসা আন্দারী খালের পানি প্রবাহের ওপর নির্ভর করে আশপাশের হাজার হাজার মানুষ। যুগযুগ ধরে সুপেয় পানি পানসহ দৈনন্দিন গোসল, ধোয়া-মোছার কাজ ও জমিতে সেচ দেওয়া হয় এ খালের পানি দিয়ে। ভূগর্ভে পাথর থাকার কারণে এ এলাকায় গভীর নলকূপ স্থাপন করা যায় না।। ফলে আন্দারী খালের পানির ওপর নির্ভর করে গোটা এলাকার মানুষ। কিন্তু মিঠাপানির এই উৎস ধ্বংস করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানি এ খালের কোল ঘেঁষে রাবার প্রসেসিং কারখানা নির্মাণ কাজ শুরু করেছে। এ কারখানা নির্মিত হলে এর বর্জ্যে দূষিত হবে পানি, অনাবাদি হয়ে পড়বে আশাপাশের ১২০ একর আবাদি জমি। শুধু তাই নয়, পরিবেশ বিপর্যয়সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্থানীয়রা।

পত্রিকা সূত্রে জানা যায়, সম্প্রতি লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ সরই ইউনিয়নের আন্দারী এলাকায় একটি রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেয়। এতে আশপাশের এলাকার রাবার থেকে কস সংগ্রহ করে তা প্রসেসিং করে সিড তৈরি করা হবে। এরই মধ্যে ফ্যাক্টরি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, পাহাড়ের মাটি কেটে সমান করা হচ্ছে। এর পাশেই রয়েছে জনবসতি, আবাসিক ও স্কুল ক্যাম্পাস। স্থানীয়রা অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানিয়ে বলেন, ফ্যাক্টরি নির্মাণের জন্য জমি ও পাহাড় কাটছে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজ কর্তৃপক্ষ। এখানে ফ্যাক্টরি নির্মিত হলে এর বর্জ্যে খালের পানি দূষিত হবে।
একটি কারখানা প্রতিষ্ঠিত হবে তাতে কারো আপত্তি থাকার কথা নয়। একটি কারখানা মানে বেশকিছু লোকের কর্মসংস্থান। দেশের অর্থনীতি চাঙা হওয়া। তবে সে কারখানা স্থাপনে নিশ্চয়ই একটি নীতিমালা আছে। বনের মধ্যে পাহাড় কেটে প্রকৃতি, পরিবেশ ও স্থানীয় মানুষের ক্ষতি করে সে কারখানা কার বা কাদের স্বার্থে গড়ে উঠবে। অন্যদিকে সেখানে কারখানা গড়ে তুলতে পরিবেশ অধিদপ্তরও কেন ছাড়পত্র দেবে?
কারখানা যেকোনো স্থানে প্রতিষ্ঠা করা যায় কিন্তু হাজার চেষ্টা করেও যে একটি পাহাড় তৈরি করা যায় না সে কথাটি কি এখনো বোঝার বাকি আছে?