সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আগের ম্যাচের স্মৃতি এবং বিতর্ককে পেছনে ফেলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মনোযোগ দিতে চায় বাংলাদেশ। টাইগার পেসার তাসকিন আহমেদ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে এবারের আসরটি স্মরণীয় করে রাখতে চায় দল। আজ রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এবারের টি-২০ বিশ্বকাপে এটিই হবে বাংলাদেশের শেষ ম্যাচ। খবর জাগোনিউজের
ওভাল মাঠে বাংলাদেশের অনুশীলন শেষে তাসকিন বলেন, অতীতে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না এবং আসলে আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
গাণিতিকভাবে এখনো সেমিফাইনালের দৌঁড়ে টিকে আছে বাংলাদেশ। অবশ্য সেসব নির্ভর করছে যদি-কিন্তুর উপর। প্রথমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে এবং এরপর ভারত বা দক্ষিণ আফ্রিকাকে যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তাসকিন বলেন, ‘সেমিফাইনালে উঠতে হলে অনেক হিসাব-নিকাশ করতে হবে। এটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো-পরের ম্যাচে ভালো খেলা এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি জিততে চাই।’