সুপ্রভাত ডেস্ক »
পাকিস্তানের ‘পরমাণু বোমার জনক’ ড. আব্দুল কাদের খান মারা গেছেন। আজ রোববার সকালে ইসলামাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রেডিও পাকিস্তান জানিয়েছে, আবদুল কাদের খান ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
আবদুল কাদের খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বলে জানায় পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান। সংবাদ সংস্থাটি বলেছে, করোনা শনাক্ত হওয়ার পর গত ২৬ আগস্ট আবদুল কাদের খানকে খান রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়।
১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন আবদুল কাদের খান। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পরিবার নিয়ে পাকিস্তানে চলে যান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে আব্দুল কাদের খানের অবদান গোটা জাতির কাছে অপরিসীম।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের আগ্রাসী অনেক বড় পারমাণবিক প্রতিবেশীর বিরুদ্ধে নিরাপত্তা দিয়েছে। পাকিস্তানের জনগণের কাছে তিনি ছিলেন জাতীয় আইকন।’