সুপ্রভাত ডেস্ক
ভিন রাজ্যের শ্রমিকরা আটকে রয়েছেন মুম্বইতে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনও। এমন দুঃসময়ে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে এগিয়ে এলেন সোনু সুদ। বাড়ি কর্তাটকে হলেও কর্মসূত্রে যারা আটকে রয়েছেন মুম্বইতে, এমন শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০টি বাসের ব্যবস্থা করলেন বলিউড অভিনেতা। যাবতীয় ব্যয়ভার বহন করবেন সোনু নিজেই। অভিনেতার কথায়, ‘মাইলের পর মাইল বাচ্চা কাঁধে কিংবা বৃদ্ধ মা-বাবাকে নিয়ে এভাবে হেঁটে যাওয়ার দৃশ্য আমার কাছে খুবই কষ্টকর।’
সোমবারই কর্তাটকের পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্রের থানে থেকে সেই ১০টি বাস রওনা হয়েছে গুলবর্গার উদ্দেশে। যাতায়াতের খরচই শুধু নয়, দীর্ঘ পথে কাউকেই যেন অভুক্ত না থাকতে হয়, সেই জন্য খাবারের ব্যবস্থাও করেছেন সোনু সুদ। সোমবার থানের বাসস্ট্যান্ডে এসে সশরীরে শ্রমিকদের বিদায় জানিয়েছেন। যে মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। উল্লেখ্য, মহারাষ্ট্র এবং কর্তাটক সরকারের অনুমতি নিয়েই শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের আয়োজন করেছেন সোনু। পরবর্তীতে প্রয়োজনে অন্যান্য রাজ্যের শ্রমিকদের জন্যও এমন আয়োজন করতে প্রস্তুত সোনু, জানালেন নিজেই।
এ প্রসঙ্গে বলিউড অভিনেতার মন্তব্য, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতিমারীতে এই বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট, বিপর্যয়ের সময় সকলেই চান নিজেদের পরিবার, প্রিয়জনের পাশে থাকতে। বাড়ি ফেরার আশায় বৃদ্ধ মা-বাবা, ছোট্ট সন্তানদের নিয়ে ওদের মাইলের পর মাইল হাঁটার দৃশ্য আমার কাছে খুবই কষ্টের। তাই মহারাষ্ট্র এবং কর্নাটক সরকারের সঙ্গে কথা বলে বাসের বন্দোবস্ত করার অনুমতি জোগাড় করেছি। যাতে এই পরিযায়ী শ্রমিকদের দশটি বাসে করে বাড়ি পাঠানো যায়। মহারাষ্ট্র সরকারের আধিকারিকরা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে দারুণ সহযোগিতা করেছেন। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাব কর্নাটক সরকারকে।’
খবর সংবাদপ্রতিদিন’র।