সুপ্রভাত ডেস্ক »
আজ উদ্বোধন হচ্ছে বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের জেলা-উপজেলায় এখন অন্যরকম এক আনন্দঘন পরিবেশ। সাধারণ মানুষের মাঝেও এ সেতুকে ঘিরে কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী গ্রুপ, পাড়ার বিভিন্ন ক্লাব-সংগঠন, ব্যক্তিগত উদ্যোগে এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে আনন্দ উৎসব, সমাবেশ, আতশবাজি, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি, শোকরানা মাহফিলসহ নানা কর্মসূচির।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন শনিবার নগরীর কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উদযাপন করবে আনন্দ উৎসব। উদ্বোধন উদযাপন অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কোরআনখানি, ৯টা ১মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১০টায় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি সম্প্রচার, ১১টা ১৫ মিনিটে আমন্ত্রিত অতিথিদের অনুভূতি প্রকাশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের নিজেদের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে বিদেশিদের ওপর নির্ভরশীলতার অচলায়তন ভাঙতে পেরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বাংলাদেশ আজ সারাবিশ্বে সম্মানিত। দৈন্য ঘুচিয়ে জাতি এখন গৌরবের অংশীদার।’
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জমকালো এক কনসার্টের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার বিকাল ৪টা থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশগ্রহণ করবে ব্যান্ড দল তীরন্দাজ, নাটাই, সাসটেইন ও স্থানীয় সংগীত শিল্পীরা। সকাল সাড়ে ৮টা থেকে একই জায়গায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্বের। বিদেশি সহযোগিতা ছাড়াই এ সেতু নির্মাণ করতে পারাটাই হচ্ছে স্বাধীনতার পক্ষের সংগঠন আওয়ামী লীগের কৃতিত্ব। আমরা পদ্মা সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে চাই। শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল এলইডি টিভিতে চট্টগ্রাম নগরীর ১০টি স্থানে দেখানো হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর আয়োজন করছে। সেই স্থানগুলো হলো নিউমার্কেট চত্বর, পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর, স্টিলমিল বাজার, বাদামতলী মোড়, বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর, অলংকার চত্বর, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, আন্দরকিল্লা মোড় ও জামালখানস্থ ডা. খাস্তগীর স্কুল চত্বরে একযোগে সম্প্রচার করা হবে। স্থানগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা ও মহানগর নেতৃবৃন্দ ব্যানার নিয়ে উপস্থিত থাকবেন। এ ছাড়া শনিবার বিকাল ৩টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিং চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। একইভাবে জেলার সাতটি উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে আনন্দ সমাবেশ ও শোকরানা মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া জেলার আটটি উপজেলার প্রতিটি উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এছাড়াও চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে।