নিজস্ব প্রতিবেদক :
এবার ঈদে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের বিদ্যালয় আলোর ঠিকানা স্কুলের ৬০জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে জিআরপি পুলিশ। এ থানায় কর্মরত ৬০ জন পুলিশ সদস্য মিলে ঈদের প্রথম দিন স্কুলের ৬০ শিক্ষার্থীকে পেটভরে খাওয়ালেন কোর্মা, পোলাও, চিকেন রোস্ট। ঘটা করে এ আয়োজন করেন তারা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. মোস্তাফিজ ভুইয়া জানান, আমরা তো প্রতিবছর ঈদ করি। এবার করোনার কারণে পরিবারের সংগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহকর্মীদের কেউ বাড়ি যেতে পারেননি। ভাবলাম এখানে একটা স্কুল আছে। যেখানে অভাবী বাচ্চারা পড়াশোনা করে। তিনবেলা তাদের পাতে খাবার জুটে না। পোলাও কোর্মা তো স্বপ্নের মতো। তাই আমরা সবাই মিলে সাধ্যমতো টাকা জোগাড় করলাম। বাজার-সদাই করে বাবুর্চি এনে রান্না করলাম। এরপর আমরা নিজেরা স্কুলে গিয়ে বাচ্চাদের খাওয়ালাম। এ কাজটা আমাদের ঈদের আনন্দ দিয়েছে।
ওসি মোস্তাফিজ ভুইয়া জানান, এসব পথশিশুদের কারও বাবা রিকশা চালক। কারও বাবা দিনমজুর। কারও মা গৃহকর্মী। কারও বাবা নেই, মা আছে।