নিজস্ব প্রতিনিধি,পটিয়া :
মাস্ক না পরে পণ্য বিক্রির দায়ে ৫ দোকানদারকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে পটিয়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসদরের ৫ দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে দোকানে না ঢুকাতে এবং পণ্যবিক্রি না করার সরকারি নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। যে কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া ভ্রাম্যমাণ আদালতের পেশকার বিধান মিত্র, অফিস সহায়ক আহমদ নবী।
পটিয়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানিয়েছেন, মাস্ক না পরে দোকানে পণ্যবিক্রি বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পটিয়ায় তা মানা হচ্ছে না। যে কারণে অভিযান শুরু হয়েছে। মাস্ক পরে দোকানে প্রবেশের জন্য দোকানের সামনে ব্যানার টাঙানোর নির্দেশও রয়েছে। কিন্তু কোনো দোকানে তা দেখা যায়নি। ম্যাজিস্ট্রেট অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Uncategorized