নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। বেসরকারি ফলাফলে ৩ হাজার ১৯৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক)।
সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ফলাফল ঘোষণা শুরু করেন।
বেসরকারি ফলাফলে নৌকার মাহাবুবুর রহমান চৌধুরী ভোট পেয়েছেন ২৮ হাজার ৪৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) পেয়েছেন ২৫ হাজার ২৯৩ ভোট। নৌকা প্রতীকের মাহাবুবুর রহমান চৌধুরী ৩ হাজার ১৯৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এদিকে ১২ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন জয় পেয়েছেন। ৫ জন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে। এছাড়া ৪ নারী কাউন্সিলরের মধ্যে ৩ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। যদিও তিনি বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন।
কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে এসআই আকতার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডে- মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে- আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে – এহসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে – সাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে – ওমর ছিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে- ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে – রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে -হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে – সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে – নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নম্বর ওয়ার্ডে – এমএ মঞ্জুর।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন (১,২, ৩) ওয়ার্ডে – শাহেনা আক্তার পাখি, (৪, ৫, ৬) ওয়ার্ডে – ইয়াছমিন আক্তার, (৭, ৮, ৯) ওয়ার্ডে – জাহেদা আক্তার ও (১০, ১১, ১২) ওয়ার্ডে- নাছিমা আক্তার বকুল।
কক্সবাজার পৌরসভার মোট ভোটার ৯৫ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, কক্সবাজার পৌরসভায় প্রথমবার ইভিএমের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো থাকায় সব কেন্দ্রে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হয়নি।